ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খেজুর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কিন্তু স্বাস্থ্যের পাশাপাশি রূপচর্চার ক্ষেত্রেও কিন্তু খেজুরের জুড়ি মেলা ভার।
কী ভাবে রূপচর্চায় ব্যবহার করবেন খেজুর?
ফেস স্ক্রাব
খেজুরের ফেস স্ক্রাব ত্বকের জন্য খুবই উপকারী। দুধের মধ্যে খেজুর ভিজিয়ে রাখুন সারারাত। সকালে মিক্সিতে পেস্ট করে মধু আর সুজি মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন।
ফেস প্যাক
দুধের মধ্যে সারারাত খেজুর ভিজিয়ে রাখুন। পরদিন সকালে মিক্সিতে পেস্ট করে ক্রিম মিল্ক আর লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে মেখে নিন। মিনিট ১৫ রাখলেই কেল্লাফতে।
চুলের যত্নে
চুলের যত্নের ক্ষেত্রেও খেজুরের জুড়ি মেলা ভার। জলের মধ্যে কয়েকটি খেজুর দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এরপর জল ঠাণ্ডা হলে ওই জলে চুল ধুয়ে ফেলুন। শ্যাম্পু ব্যবহার করবেন না। এতে চুল পড়ার সমস্যা কমে।
কেন ত্বকের জন্য খেজুর খুবই উপকারি?
হাইড্রেশন: খেজুর ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ, যা ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
অ্যান্টিঅক্সিডেন্টস: খেজুরের অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্যের লক্ষণগুলি কমায়। ত্বকের তারুণ্য ফিরিয়ে আনে।
আরও পড়ুন - দুধ কেটে গেলেও চিন্তা নেই, রইল কেটে যাওয়া দুধ ব্যবহারের পাঁচ সহজ উপায়
ভিটামিন: খেজুরে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন ই, যা ত্বককে স্বাস্থ্যকর ও উজ্জ্বল রাখে।
উজ্জ্বলতা: খেজুরের নিয়মিত ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।