পুজো আসছে এই আবেগটাই বাঙালির কাছে সবচেয়ে প্রিয়। এলে তো হুঁশ করে চলেও যায়। তারপর শুরু হয় আরও একটা বছরের অপেক্ষা। তা পরের বারের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে বাঙালিকে? জেনে নিন এবার পুজো শেষের আগেই।
ছুটি ছাটা থেকে বেড়াতে যাওয়ার টিকিট বুক। সবই ঠিক হয় বছরে কবে পুজো সেই ভেবে। ২০২৫ সালে পুজো কিন্তু আরও এগিয়ে। অর্থাৎ আর এক বছরও বাকি নেই পুজোর।
আগামী বছর ২১সেপ্টেম্বর পড়ছে মহালয়া। অর্থাৎ সেদিন থেকেই দেবীপক্ষের সূচনা হয়ে যাচ্ছে। তবে দুঃখ একটাই এবারেও যেমন গান্ধী জয়ন্তীর জন্য পুজোর ছুটি মার গিয়েছে , এবারেও তাই হতে চলেছে কারণ মহালয়ার দিন রবিবার।
আবার পুজোর প্রথম দিন ষষ্ঠী মানে মা দুর্গার বোধন হবে ২৮ সেপ্টেম্বর। তাও রবিবার। ২৯ সেপ্টেম্বর সপ্তমী সোমবার, ৩০ সেপ্টেম্বর অষ্টমী মঙ্গলবার, ১ অক্টোবর মহা নবমী বুধবার এবং ২রা অক্টবর দশমী, সেদিন আবার গান্ধী জয়ন্তী। তাই এবার শুরু থেকে পুজোর ছুটি কিন্তু মার খাবেই।