বাঙালি কীভাবে নিজেকে সাজাতে চায়, তা জানতে গেলে বছরের পাঁচটা দিন চোখ খুলে রাখতে হয় ভাল করে। পঞ্চমী ষষ্ঠী তো কাটিয়ে ফেলেছেন , খাতায় কলমে আজ কিন্তু পুজোর প্রথম দিন। তা সপ্তমীতে কী সাজবেন নিশ্চিত ভেবে ফেলেছেন? এখনও না ভেবে ফেললে টপ টু বটম টিপস দিচ্ছে এডিটরজি বাংলা।
পুজোর সাজের প্রস্তুতি চলছে পুরোদমে, শেষ মুহুর্তে শাড়ির সঙ্গে ম্যাচ করছে না ব্লাউজ, এদিকে দর্জির দোকানে এখন আর নতুন করে অর্ডার নেওয়ার প্রশ্নই ওঠে না, এই পরিস্থিতিতে মুশকিল আসান হতে পারে বুটিকের কোনও ব্লাউজ সঙ্গে হালকা কোনও শাড়ি। ব্লাউজ নজরকাড়া হলে শাড়ি সৌন্দর্য আরও কয়েকগুণ বেড়ে যায়।
এই মুহূর্তে ফ্যাশনে ইন ভি নেক ব্লাউজ। সেলিব্রিটি থেকে মডেল আজকাল এই ব্লাউজ পরছেন চুটিয়ে। শিফন, অরগান্জা বা সিল্কের শাড়ির সঙ্গে কনট্রাস্টে পরুন ভি নেক ব্লাউজ। তবে রোগ এবং খুব লম্বা হলে এই ধরণের ব্লাউজ এড়িয়ে চলুন।
হল্টার নেক ব্লাউজ যেকোনও লুকে গ্ল্যামার শব্দটা যোগ করে দেয় নিমেষে, পিঠখোলা এই ব্লাউজের সঙ্গে মানানসই শাড়ি পরুন। সঙ্গে কানে ভারী দুল। ব্যাস বিয়ে বাড়িতে কনেকে ছেড়ে আপনাকেই দেখবে সকলে।
শাড়ির সঙ্গে পরুন হেভি-স্টিচড ফুল হাতা ব্লাউজ, অল্প সাজেই বদলে যাবে লুক
গয়নাগাটি :
ব্লাউজের গলার উপর নির্ভর করবে আপনাকে কেমন গয়না মানাবে। ভি কাট ব্লাউজের সঙ্গে কানে কেবল হালকা ঝোলা দুল ভাল লাগবে, বোট নেক ব্লাউজ হলে কানে স্টাড, ডিপ কাট ব্লাউজের সঙ্গে গলায় ভাল লাগে ছোট পেন্ডেন্ট। সোনার গয়নাও পরতে পারেন মানানসই এছাড়াও সিলবার ব্রাশ এখন ফ্যাশনে ইন।
মেকআপ:
সপ্তমীর মেকআপ হোক একটু ভারীই। বুটিকের ব্লাউজ আর শাড়ির সঙ্গে সাজটা জমিয়ে না হলে, মাটি হয়ে যাবে ব্লাউজের গুরুত্বটাই। সেক্ষেত্রে মেকআপ করুন হালকা কিন্তু উজ্জ্বল। ব্লাউজের রং হালকা হলে ঠোঁট চোখ করুন ডিপ, আর ব্লাউজ খুব জমকালো হলে মেকআপ থাকে নামমাত্র।
বক্স ব্যাগ:
সপ্তমীর দিন একটু জমকালো জামা কাপড় পরতে পছন্দ করেন অনেকেই । এই দিনটা ওয়েস্টার্ন ও পরেন অনেকেই। সেক্ষেত্রে ক্যারি করুন বক্স ব্যাগ। হাতে ঝুলিয়ে নিলেই আপনার লুকে এনে দেবে আরও নতুনের ছোঁয়া। লেদার ছাড়াও বিভিন্ন মেটেরিয়ালের এই ব্যাগ পাওয়া যায়। কাস্টমাইজ ডিজিটাল ডিজাইনও করা যায় ব্যাগে।