করোনাকালে বছর তিনেক টানা মাস্ক পরে কাটাতে হয়েছে দিনের অধিকাংশ সময়। এবার অতিমারী পেরিয়ে এসে নতুন সমস্যা, মাস্ক পরতে পরতে একটা গোটা প্রজন্ম ভুলে গেছে, কী করে হাসতে হয়। গল্প নয়, সত্যিই এমনটা হয়েছে। জাপানে জেন জি-এর ক্ষেত্রে এমনটা হয়েছে। শুধু ঠিক ভাবে হাসবে বলে, প্রশিক্ষণ নিতে হচ্ছে তরুণ-তরুণীদের। এক এক ক্লাসে খরচ প্রায় সাড়ে চার হাজার টাকা! সেই ক্লাসে নাম নথিভুক্ত করার হিড়িক পড়েছে রীতিমতো।
Koel Mallick-Yoga Day: শীর্ষাসনে 'মিতিন মাসি'! কোয়েল মল্লিকের ফিটনেস দেখে তাজ্জব ভক্তরা
জাপানি সংস্থা আকাবানে এল্ডারলি রিলিফ সেন্টার হাসির প্রশিক্ষণ দেয়। সংস্থার তরফে জানানো হয়েছে, মাস্ক পরা যবে থেকে আর বাধ্যতামূলক নেই, হাসির ক্লাসে নাম লেখানোর প্রবণতা বেড়েছে ৪.৫ গুণ। হাসির সেশনে অংশগ্রহণকারীদের হাতে একটা করে আয়না দেওয়া হয়, তাঁরা নিজেরাই নিজেদের হাসি পরখ করে দেখতে থাকেন, যতক্ষণ না তা নিখুঁত হচ্ছে।