শীতকাল (Winter) মানেই শুষ্ক আবহাওয়া, আর এই সময়ের সবচেয়ে কঠিন সমস্যা ‘ঠোঁট ফাটা’। বাজার চলতি কেমিক্যালযুক্ত প্রোডাক্ট নয়। ঠোঁট নরম রাখতে বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে বানান লিপ বাম (Lip Balm)।
সামান্য মোম, নারকেল তেল, মধু এবং আপনার পছন্দের এসেনশিয়াল অয়েল ২ ফোঁটা দিয়ে একটি পাত্রে ভালো করে গলিয়ে নিন। এরপর একটি চামচের সাহায্যে মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে একটি কৌটোতে ঢেলে ব্যবহার করুন।
একটি পাত্রে সামান্য জল গরম বসান তাতে অল্প সিয়া বাটার এবং মোম মেশান। এর সঙ্গে সামান্য অরেঞ্জ এসেন্সিয়াল অয়েল আর নারকেল তেল মিশিয়ে ঠান্ডা হলে ব্যবহার করুন।
২টি স্ট্রবেরি ভালো করে পেস্ট করে ছেঁকে নির্যাসটুকু নিন, এতে নারকেল তেল দিয়ে ভালো করে মিশিয়ে ফ্রিজে রেখে দিন। এরপর ব্যবহার করুন।