দেব-হিরণ বাকবিতণ্ডা যেন শেষ হওয়ার নয়। এবার বিজ্ঞাপনে মুখ দেখানো নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক। টুইটে তাঁর প্রশ্ন, সাংসদ-বিধায়করা কি কোনও বিজ্ঞাপনে অংশ নিতে পারেন? তবে, তাঁর এই টুইটের মূলে কী তৃণমূল সাংসদ দেব, তা নিয়ে চর্চায় নেটিজেনরা।
শুক্রবার একটি টুইট করেন খড়্গপুরের বিজেপি বিধায়ক। সেখানেই তিনি প্রশ্ন তোলেন সাংসদ-বিধায়কদের বিজ্ঞাপনে অংশগ্রহণ নিয়ে। তিনি লেখেন, “কোনও সাংসদ বা বিধায়ক কি বিজ্ঞাপনে অংশ নিতে পারেন? এ বিষয়ে কোনও আইন বা নীতি জানা নেই আমার। যদি কেউ এ সম্পর্কে জানেন, তা হলে একটু জানাবেন।” প্রশ্নের উত্তর জানতে চেয়ে বিজেপির একাধিক আইনজীবীকেও ট্যাগ করেন তিনি।
আরও পড়ুন- Jadavpur University: চন্দ্রযান ৩-এর দায়িত্বে বাংলার দুই অধ্যাপক, ইসরোর সাথে হাত মেলালো যাদবপুর
বেশ কিছুদিন ধরেই হিরণ-দেব সংঘাত চলছে। ঘাটালের অনুষ্ঠান মঞ্চ থেকে দেবের নামে প্রথম অভিযোগ আনেন হিরণ। বন্যা-কবলিত ঘাটালে দেবকে দেখা না গেলেও বান্ধবীকে নিয়ে মালদ্বীপে ঘুরতে যাওয়ার অভিযোগ তোলেন হিরণ। এরপর দেব প্রসঙ্গে গরুপাচারের টাকায় সিনেমা বানানোর অভিযোগ আনেন শুভেন্দু অধিকারী। তবে খুব শান্তভাবেই এর প্রতিবাদ জানান দেব।