ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি দোল পূর্ণিমা নামে পরিচিত। এই দিন দেশের সকল রাজ্যের মানুষ রঙের খেলায় মেতে ওঠেন সকলে। এই বছর কবে পড়েছে দোল এবং হোলি জেনে নিন...
দোলের দিন ও পূর্ণিমার সময়
চলতি বছর দোলযাত্রা পড়েছে ৭ মার্চ। বাংলায় ২২ ফাল্গুন। তিথি অনুযায়ী, পূর্ণিমা পড়বে ৬ মার্চ সোমবার, সন্ধ্যা ৪টে বেজে ১৮ মিনিটে। পূর্ণিমা শেষ হবে ৭ মার্চ মঙ্গলবার, সন্ধ্যা ৬টা বেজে ১০ মিনিটে।
দোলের পরদিন দেশ জুড়ে পালিত হয় হোলি উৎসব। হোলির আগের দিন হয় হোলিকা দহন। চলতি বছর ৭ মার্চ পালিত হবে হোলিকা দহন। আর হোলির ঠিক ৮ দিন আগে হয় হোলাস্টক। যেটি শুরু হবে মঙ্গলবার অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে।
আরও পড়ুন - চালক নয়, গাড়ির সওয়ারী হতেই বেশি স্বচ্ছন্দ জেন জি, বলছে সমীক্ষা