দখিনা বাতাস, থোকা থোকা পলাশ-শিমূল জানান দিচ্ছে বসন্ত এসে গিয়েছে । আর বসন্তকাল মানেই তো রঙের উৎসব (Holi 2023)। এবার ৭ মার্চ দোল । আর রঙের উৎসবে বাঙালির মন যে একেবারেই ঘরে টেকে না,তা বলাই বাহুল্য । দোলের ছুটিতে অনেকেই এক-দু'দিনের জন্য রঙিন হতে বেড়িয়ে পড়েন অজানা ঠিকানায় । এবার দোলের ছুটিতে কোথায় যাবেন ভেবেছেন ? কলকাতার কাছে-পিঠেই বেরিয়ে আসুন এমনই তিনটি জায়গায় (Holi Weekend Destinations), যার খোঁজ দিচ্ছে এডিটরজি বাংলা ।
বান্দোয়ান - বসন্ত, তায় আবার রঙের উৎসব । তাই, পলাশ-শিমূলের দেশে এবারের দোলের ছুটি কাটাতে পারেন । তার জন্য পৌঁছে যান বান্দোয়ান । পুরুলিয়া জেলায় অবস্থিত বান্দোয়ান (Bandaon) কলকাতা থেকে বেশি দূরে নয় । পাহাড় ঘেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর চোখ জুড়ানো পলাশ-শিমূল মুগ্ধ করবে আপনাদের । আগে মাওবাদী অধ্যুষিত অঞ্চল ছিল বলে পর্যটকের আনাগোনা ছিল না । এখন আর তা নেই । তবে, সরকার ইতিমধ্যেই বান্দোয়ানকে পর্যটন স্থান হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে ।
শান্তিনিকেতন - দোলে কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবলেই প্রথমে মনে আসে শান্তিনিকেতনের নাম । শান্তিনিকেতনের (Santiniketan) অন্যতম বড় উৎসব হল বসন্ত উৎসব । বহু বছরের ঐতিহ্য আজও বজায় রয়েছে । গানে-নাচে আবির খেলায় রেঙে ওঠে বিভিন্ন প্রান্তের মানুষ । কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টার রাস্তা । তাই আর দেরি কেন, ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ার প্রস্তুতি শুরু করে দিন আপনারাও ।
মুর্শিদাবাদ - ভাগীরথীর তীরে ঐতিহ্য ও ইতিহাসকে একসঙ্গে নিয়ে বেঁচে রয়েছে মুর্শিদাবাদ (Murshidabad) । বসন্তের মনোরম আবহাওয়ায় নবাবগড় ঘুরতে তৈরি তো আপনারাও ? কলকাতা থেকে প্রায় ২০০ কিলোমিটারের রাস্তা মুর্শিদাবাদ । শিয়ালদহ থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে চড়ে পৌঁছে যেতে পারেন মুর্শিদাবাদ । হাজারদুয়ারি, ইমামবাড়া থেকে কাঠগোলা বাগানবাড়ি, কাশিমবাজার রাজবাড়ি... একাধিক দর্শনীয় স্থান রয়েছে ।