দাঁতের ব্যথা অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়ে থাকে| আক্কেল দাঁত উঠলে খাওয়া দাওয়া থেকে ঘুম সবই শিকেয় ওঠে| ওষুধ খেলে সাময়িক একটা স্বস্তি পাওয়া যায় ঠিকই, তবে এর অসংখ্য পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে| তাই ওষুধ না খেয়ে, বেশ কিছু ঘরোয়া টোটকাও কিন্তু দারুণ উপযোগী |
দাঁতে ব্যথা থাকলে গরম জলে নুন ফেলে ঘনঘন কুলকুচি করুন| মাড়ির ব্যথা কমবে|
গরম জল এবং বরফ জলে ঘুরিয়ে ফিরিয়ে সেঁক দিন | এতে কিছুক্ষণের জন্য ব্যথা উপশম হবে |
ঘন ঘন ব্রাশ করুন আয়ুর্বেদিক পেস্ট দিয়ে|
খুব ঠান্ডা পানীয় এড়িয়ে চলুন| স্ট্র দিয়ে, পানীয় খাবেন না, এতে দাঁতে ডিরেক্ট হিট করতে পারে| এই কটা দিন একটু নরম খাবার খান |