যার কেউ নেই তার বই আছে। একথা তো ধ্রুব সত্যি। আপনার জ্ঞান অর্জন বলুন, বা একাকি সময় বন্ধু হয়ে ওঠা, বই-য়ের জুড়ি মেলা ভার। এমন বিশেষ বন্ধুকে ভালো রাখতে চাই একটু বাড়তি যত্ন। আজ জানাব 'বই'দের ভালো রাখবেন কীভাবে?
সবার আগে বই রাখার একটা নির্দিষ্ট জায়গা করুন। যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখলে এমনিই বই খারাপ হতে শুরু করে, যেকোনও সময় ছিঁড়েও যেতে পারে।
শত্রু পোকাদের হাত থেকে বই বাঁচাতে শেলফে রাখুন নিমপাতা বা ন্যাপথলিন।
বইয়ের পাতা মুড়ে রাখবেন না। দীর্ঘদিন ধরে বই ওভাবে রাখলে পরবর্তীতে ছিঁড়ে যেতে পারে।
স্যাঁতস্যাঁতে ভেজা আবহাওয়ায় বই জলদি বুড়িয়ে যায়। তাই বইয়ের চাই পর্যাপ্ত রোদ হাওয়া।
খেতে খেতে অনেকের বই পড়ার অভ্যেস আছে। বদলান৷ খাওয়ারের জেদি দাগ বই থেকে উঠবে না কখনোই।
বই রাখতে ব্যবহার করতে পারেন প্লাস্টিকের ঝুরি। বই খাঁড়া করে অথবা শুইয়ে রাখুন৷ ব্যবহার করুন কাগজের বুকমার্ক।