চলছে ভ্যালেন্টাইন্স উইক । ভালবাসায় মাখামাখি গোটা এক সপ্তাহ । একেক দিনে একেক রকমভাবে ভালবাসার বহিঃপ্রকাশ । শুরুটা হয়েছে গোলাপেই,চকোলেটে আরও মধুর হয়েছে ভালবাসা, তারপর হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকার প্রতিশ্রুতি, জড়িয়েও ধরেছেন হাগ ডে তে । এবার ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড গড়ার পালা । ভ্যালেন্টাইন ডে-র আগের দিন পালিত হয় চুমু দিবস । লিঙ্গ-বর্ণ-ধর্ম নির্বিশেষে অন্তরঙ্গ মানব-অনুভূতির প্রকাশের জন্য গোটা একটা দিন । তবে, জানেন কি, চুমুর রকমফেরে বদলে যায় অনুভূতির অর্থ ? অর্থাৎ, একেক চুম্বনের একেকরকম অর্থ । কিস ডের আগে জেনে নিন চুমু কত ধরনের হয়ে থাকে, আর তাদের কী অর্থ
কপালে চুম্বন : কপালে আলতো চুম্বন সম্পর্কের গভীরতা এবং নির্ভরতা বোঝায় । এই চুম্বন শ্রদ্ধার ও বিশ্বাসেরও বটে ।
গালে চুম্বন : চিক কিসিং অর্থাৎ গালে চুম্বনের অর্থ, গভীর ভালবাসা ও ঘনিষ্ঠতার প্রকাশ । আবার বন্ধুত্বের নিদর্শনও হতে পারে ।
হাতে চুম্বন : পাশ্চাত্যে অনেক দেশে হাতে চুম্বনের অর্থ হল সেই মানুষটার প্রতি সম্মান প্রদর্শন করা । সেইসঙ্গে প্রেমের প্রথম অভিব্যাক্তি হিসেবেও হাতে চুমু খাওয়ার রীতি রয়েছে ।
ফ্রেঞ্চ কিস : ঠোঁট নয়, একে অপরের জিহ্বাকে স্পর্শ করে ভালবাসা প্রকাশ করা হয় ফ্রেঞ্চ কিসের মাধ্যমে । যখন দু'টি মানুষ, আবেগপ্রবণ হন, একে অপরের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করেন, তখন ফ্রেঞ্চ কিস সম্ভব ।
ঘাড়ে চুম্বন : ঘাড়ে বা কাঁধে চুম্বন বুঝিয়ে দেয় আপনার প্রিয়জনকে আপনি কতটা চান । সেইসঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করে এই বিশেষ ধরনের চুম্বন ।
নাকে চুম্বন : নাকে চুম্বন মানে, ভালবাসার মিষ্টি বহিঃপ্রকাশ
লিপ-টু-লিপ কিস : সম্পর্ককে অন্য উচ্চতায় ও গভীরতায় পৌঁছে দেয় এই চুম্বন ।