ভারতের হ্যান্ডলুমের ঐতিহ্য-ইতিহাস দীর্ঘদিনের। দেশজ বস্ত্রশিল্প নিয়ে ভারতবাসীর সচেতনতা বাড়াতেই সরকার থেকে ২০১৫ সাল থেকে একটি দিনকে জাতীয় হ্যান্ডলুম দিবস (National Handloom Day) হিসেবে ঘোষণা করা হয়েছে, আজ ৭ অগাস্ট সেই দিন। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের সেরা পাঁচ হাতে বোনা শাড়িগুলি কী?
অন্যতম জনপ্রিয় সিল্ক কাঞ্জিবরম বা কাঞ্চিপুরম সিল্ক। তামিলনাড়ুর কাঞ্চিপুরমে এই শাড়ি তৈরি হয়। উজ্জ্বল রঙ, জমকালো জরির টেম্পল বর্ডার পার এই সিল্কের বৈশিষ্ট্য। বিয়েবাড়ি, অনুষ্ঠানবাড়িতে মহিলাদের প্রথম পছন্দ কাঞ্জিবরম।
মূলত উত্তরপ্রদেশের বেনারসের শাড়ি, কিন্তু বাঙালির বিয়েতে কনের চাই-ই চাই। মূলত মুঘল ঘরানার কাজ করা শাড়ি। জমকালো নকশা, বাহারি রঙ এই শাড়ির বৈশিষ্ট্য।
কাশ্মীরের বিখ্যাত পশমিনা তৈরি হয় চাংঠাঙ্গি ভেড়ার লোম থেকে। শাল, কুর্তি, জ্যাকেট, সালোয়ার সুট এমন কী ব্যাগেও এই ফ্যাশন খুব জনপ্রিয়।
ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রতীক বলা যায় চড়কা কাটা খাদিকে। মহাত্মার আদর্শ স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িয়ে খাদির ইতিহাস। দেশের জলবায়ুর পক্ষে উপযোগী, পরিবেশবান্ধব টেকসই ফ্যাশনের ক্ষেত্রে খাদিই শেষ কথা।
আসামের নিজস্ব হ্যান্ডলুম। হলদে সোনালী রং-এর জন্য এই কাপড়ের যে কোনও পোশাকেই থাকে রাজকীয় ছোঁয়া। সঙ্গে ট্র্যাডিশনের ছোঁয়া তো আছেই।