একটা সময়ের পর প্রায় সব যুগলই অনেকটা একইরকম হয়ে যায়! এই কথা প্রায় স্বতঃসিদ্ধ। কিন্তু, এর নেপথ্যে একটি কারণও রয়েছে। সেটিই প্রকাশিত হয়েছে পিএলওএস ওয়ান জার্নালে। যে সমীক্ষাটি প্রকাশিত হয়েছে ওই জার্নালে, তাতে জানা গিয়েছে, একসঙ্গে অনেকদিন থাকার পর বহু দম্পতিই অনেকটাই একে অপরের মতো হয়ে যান।
এই সমীক্ষাটি চালানোর জন্য দম্পতিদের ২৫ বছরের ব্যবধানে তোলা বিভিন্ন ছবি নিয়ে গবেষণা চালানো হয়। সেখানেই দেখা যায়, একটা সময় পরে স্বামী অনেকটা স্ত্রী-এর মতো কিংবা স্ত্রী অনেকটা স্বামীর মতো হয়ে যান!
এই বিষয়টিকে ব্যাখ্যা করার জন্য একাধিক যুক্তি রয়েছে বিজ্ঞানের ভাণ্ডারে। তার মধ্যে সবথেকে জনপ্রিয় ব্যাখ্যাটি হল 'ফ্যামিলিয়ারিটি এফেক্ট' বা 'সাদৃশ্যমূলক প্রভাব'। যে জিনিসের প্রতি আমাদের হৃদ্যতা তৈরি হয় বা যে মানুষদের ভীষণ আপন বলে মনে হয়, তাঁদের প্রতি এই বিষয়টি কাজ করে মানুষের মধ্যে।
যদিও, ১৯৮৭ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের করা একটি গবেষণা থেকে জানা যায়, একেবারের একরকম দেখতে না হয়ে গেলেও, অনেকক্ষেত্রেই দম্পতিদের একের মধ্যে অপরের চরিত্রগত প্রভাব লক্ষ করা যায়।