কোথাও বেরোনোর আগে রেডি হতে কি সময় নেন? নিজেকে দারুণভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে ইচ্ছে করে সবসময়? তাহলে জেনে নিন, আপনি একাই নন। নতুন সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, মানুষ তার জীবনের এক-ষষ্ঠাংশ সময় ব্যয় করে স্রেফ চুল আর মেক-আপের পিছনে। কারণটা খুব সহজ, যাতে তাকে দেখতে সুন্দর লাগে।
ইভোল্যুশন অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার নামের জার্নালে প্রকাশিত ওই গবেষণাটি থেকে জানা যাচ্ছে, ৯৩'টি দেশের ৯৩,১৫৮ জন এই সমীক্ষায় যোগ দিয়েছিলেন। তাঁদের প্রত্যেকের সংস্কৃতি, বেড়ে ওঠার পরিবেশ, আলাদা। তাঁরা মেক-আপ, চুলের সাজসজ্জা, শরীর সুন্দর রাখার নানাবিধ উপায় এবং তাঁদের খাদ্যভ্যাস কেমন- সবটা নিয়েই হয়েছিল এই গবেষণা।
মহিলারা জানিয়েছেন, প্রতিদিন গড়ে কমপক্ষে ৪ ঘণ্টা সময় তাঁরা ব্যয় করেন নিজেদের সুন্দর করে তোলার জন্য। অন্যদিকে, পিছিয়ে নেই পুরুষরাও। তাঁদের ক্ষেত্রে এই অঙ্কটা সামান্য কম। প্রতিদিন গড়ে সাড়ে তিনঘণ্টা।
আরও একটি গবেষণা থেকে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার অতি ব্যবহারও এই সৌন্দর্যচর্চার পিছনে সময় ব্যয় করার একটি বড় কারণ।