‘তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী’
আজ পয়লা বৈশাখ, ১৪৩১-এর বাংলা ক্যালেন্ডারে আজ ১ তারিখ। বাঙালির নববর্ষ। নতুন জামা পরার দিন আজ। আজকের সাজে ভরপুর থাকে বাঙালিয়ানা। কেমন করে সাজবেন?
আজকের দিনে মায়ের মতোই সাজুন। দুপুরে ভাল মন্দ খেয়ে, বিকেলে নতুন শাড়িতে হালখাতা। পয়লা বৈশাখ মানে কার্যত গ্রীষ্মের সূচনা। এইসময় সুতির নরম শাড়িতে সাজলেই অনেক বেশি স্নিগ্ধ দেখাবে। হ্যান্ডলুম, মলমল, ছাপা সব চলতে পারে, সঙ্গে ছোট্ট টিপ আর হালকা লিপস্টিক তো বটেই, কাজল পরতেও ভুললে চলবে না।
ছেলেদের ক্ষেত্রে আজ ছিমছাম সাজেই কেল্লাফতে। সুতির জামা, বাটিকের কুর্তা, কিংবা কলামকারির হাফ শার্ট সবই চলতে পারে। আর পাঞ্জাবির তো জুড়ি মেলা ভার. বাঙালির পাঞ্জাবি পরতে আবার দিনক্ষণ লাগে নাকি?