এই দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি! ডিজিটাল মিডিয়ার যুগে এ কথা হাড়ে হাড়ে সত্যি! সব কিছুই ভাইরাল হচ্ছে এই সময়ে। এবার ভাইরাল হয়েছে দুঃখী মেয়ের লুক। এমন মেকআপ যা দেখলেই মনে হবে, সদ্য কান্নাকাটি করে চোখটা মুছেছেন, বা আর কয়েক সেকেন্ড পরেই চোখ থেকে টুপ করে ঝরে পড়বে জল।
কাঁদলে নাকি ত্বক ভাল থাকে, এমন কথা অনেকেই বলেন, তবে তা যে এভাবে জনপ্রিয় হয়ে উঠবে, কেউ কখনও জানত? এই মেকআপের মূল কথা হল, চোখ থাকবে সামান্য ফোলা, ঠোঁট থাকবে রং হীন, চিবুক আর চোখের কোল থাকবে সামান্য ভেজা ভেজা।
All Souls Day: আজ সারা পৃথিবীজুড়েই অতীতকে স্মরণের দিন, শহরের নানা সমাধিস্থলে জ্বলবে প্রদীপ
জেন জি এখন মজেছে এই মেকআপে। রাতারাতি টিকটকে জনপ্রিয় হয়েছে এই ট্রেন্ড। ভিউ বাড়ছে লাফিয়ে।