Weird wedding rituals : কোথাও আবর্জনায় স্নান , কোথাও বরকে মারধর...আজব দুনিয়ায় অদ্ভুত কিছু বিয়ের রীতি

Updated : Nov 22, 2024 10:47
|
Editorji News Desk

বিয়ে মানে দু'টি মনের মিলন । বিয়ে মানে ভালবাসার বন্ধন । বিয়ে মানে সারা জীবন একে অপরের সঙ্গে থাকার প্রতিশ্রুতি, সুখ-দুঃখের স্মৃতিচ্ছবি । জীবনের শেষ মুহূর্তগুলিকে মনের মানুষের সঙ্গে বাঁচার স্বপ্ন দেখা । বিয়ের দিনটা যে কোনও দম্পতির জীবনেই স্পেশ্যাল । বিয়ে মানে কিন্তু প্রচুর আচার-অনুষ্ঠানও । প্রাক-বিয়ে, বিয়ের দিন, বিয়ের পরেও থাকে নানারকম নিয়ম-নীতি । ধর্ম অনুযায়ী নিয়মও ভিন্ন । বিশ্বের বিভিন্ন প্রান্তে বিয়ে নিয়ে এমন কিছু নিয়ম রয়েছে, যা অদ্ভুত ও মজার । কোথাও বর-কনে-কে আবর্জনা দিয়ে স্নান করানো হয়, কোথাও আবার কমোডে খাবার পরিবেশন করা হয় বর-কনে-কে, কোথাও বিয়ের একমাস আগের থেকে কাঁদতে হয় কনে-কে । এমনই সব মজার নিয়ম রয়েছে বিদেশে । ভারতও পিছিয়ে নেই । একনজরে দেখে নেওয়া যাক, বিয়ের সব অদ্ভুত নিয়ম । 

আবর্জনায় স্নান

বিয়ের দিন বা বিয়ের আগে সাধারণত সুগন্ধি, হলুদে স্নান করানো হয় বর-কনে-কে । স্কটল্যান্ডে আবার অদ্ভুত নিয়ম । বিয়ের পরে নবদম্পতিকে আবর্জনায় স্নান করানো হয় । এমন কথা কখনও শুনেছেন ? স্কটল্যান্ডে কিন্তু বর-কনে-কে পচা মাছ, পচা ডিম নানারকম পচা খাবার ছুড়ে মারা হয় । সেটাকেই বলা হচ্ছে আবর্জনায় স্নান করা । 

এক মাস ধরে কান্না-কাটি

বিয়ে যেমন একটা মেয়ের জীবনের খুশির দিন, তেমনই দুঃখেরও । একদিকে যেমন মনের মানুষের সঙ্গে নতুন ঘর বাঁধার স্বপ্ন থাকে চোখে, আরেকদিকে মা-বাবা পরিবারকে ছেড়ে যাওয়ার যন্ত্রণা । যেন শিঁকড় থেকে গাছকেই উপড়ে ফেলা হচ্ছে । ভারতীয় রীতিতে কোথাও, বিয়ের দিন কিংবা বিয়ের পরের দিন 'বিদায়' অনুষ্ঠান । ওইদিনটা বড় কষ্টের, দুঃখের । চোখের জলে নিজের বাড়ি, মা-বাবাকে ছেড়ে যাওয়ার কষ্ট একমাত্র মেয়েরাই জানে । জানেন কি চিনে আবার বিয়ের এক মাস আগের থেকে কাঁদতে শুরু করেন কনেরা । এটাই নাকি নিয়ম । চিনের প্রাচীন এক রীতি । যেখানে বিয়ের আগে কমপক্ষে এক মাস শুধু কেঁদেই যেতে হয় হবু কনেদের । শুধু তাই নয়, কনে-র সঙ্গে তাঁর পরিবারের মহিলারাও কাঁদেন । এই প্রথার একটা অর্থও আছে । দুঃখের পর একটা ভাল সময় আসছে, এটা বোঝানো হয় এই বিশেষ রীতিতে । 

কনের মাথায় থুতু

মেয়ের বিয়ে । বাবার আশীর্বাদের হাত সবসময় মেয়ের মাথায় থাকে । বিয়ের আগে,পরে বাবা ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করেন  মেয়ে-জামাইকে । সাধারণত এটাই তো নিয়ম । কিন্তু, কেনিয়ায় মেয়ের মাথায় থুতু ফেলেন বাবা । হ্যাঁ ঠিকই শুনেছেন । কেনিয়ায় আদিবাসী সম্প্রদায়ের বিয়েতে এমনই নিয়ম । শুভেচ্ছা ও গুড লাক জানাতেই নাকি এমন রীতি চালু হয়েছে । 

কমোডে খাবার !

বিয়েতে অবশ্যই স্পেশ্যাল ট্রিটমেন্ট থাকে বর-কনের জন্য । সে পোশাক হোক বা খাবার-দাবার...সবেতেই এলাহি আয়োজন । সাধারণত পঞ্চব্যঞ্জনে সাজিয়ে খেতে দেওয়া হয় বর-কনে-কে । কিন্তু,এমন কখনও শুনেছেন, বিয়ের অনুষ্ঠানের বেঁচে যাওয়া খাবার খাওয়ানো হয় বর-কনেকে । তাও আবার খাবার পরিবেশন করা হয় কমোডে । অর্থাৎ কমোডের মতো দেখতে পাত্রে খেতে দেওয়া হয় । 

তিনদিনে 'নো' বাথরুম

বিয়ের পর বাথরুমে 'নো' এন্ট্রি । আজগুবি কাহিনি নয়, একেবারেই বাস্তব । ইন্দোনেশিয়ার প্রত্যন্ত অঞ্চল টিডং-এ এমন অদ্ভুত রীতি চালু রয়েছে । কী নিয়ম জানেন ? নব দম্পতিরা বিয়ের পর তিনদিন বাথরুমে যেতে পারবেন না । ওই অঞ্চলের প্রত্যেকে এই নিয়ম মেনে চলেন । এই নিয়ম মেনে চলার জন্য দম্পতিকে কম পরিমাণ খাবার ও জল দেওয়া হয় । যাতে শৌচাগারে যেতে না হয় । এই নিয়মের নেপথ্যে রয়েছে এক প্রচলিত বিশ্বাস । ওই সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন, বিয়ে একটা পবিত্র রীতি । সেখানে শৌচাগারের ব্যবহার নবদম্পতির জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে । অশুভ প্রভাব পড়তে পারে নবদম্পতির জীবনে ।

বিয়েতে 'নেই' পোশাক

বিয়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হল পোশাক । প্রাক-বিবাহ অনুষ্ঠানে কী পরবেন, বিয়ের দিন বেনারসি নাকি লেহেঙ্গা, আবার খ্রিস্টান মতে, কনের পরনে সাদা গাউন...বিভিন্ন রীতিতে বিভিন্ন ধরনের পোশাক  । কিন্তু, পোশাক ছাড়া বিয়ে ! অবিশ্বাস্য ব্যাপার । জামাইকার এক রিসর্টে এমনই ঘটনা ঘটেছে । ২০০৩ সালে সেখানে এক গণবিবাহের আয়োজন করা হয়েছিল । কিন্তু, সেখানে বর-কনে থেকে  তাঁদের পরিবার, বন্ধু-বান্ধব, কারও গায়ে কোনও পোশাকই ছিল না । জ্যামাইকার সেন্ট অ্যানের রিসর্টটি এই বিশেষ  বৈশিষ্টের কারণেই বিখ্যাত । সেখানে ২০০৩ সালে পোশাক ছাড়া গণবিবাহের অনুষ্ঠানটি সারা ফেলে দিয়েছিল গোটা বিশ্বে । 

কঞ্চি দিয়ে মারধর

বিয়ের আগে হবু বর-কে রীতিমতো মারধর করা হয় । কীভাবে জানেন ? বরের পায়ে মৃত মাছ বা কঞ্চি দিয়ে মারধর করা হয় । দক্ষিণ কোরিয়ায় এমন রীতি পালন করা হয় । বিয়ের আগে ছেলের বাড়ির লোকজন ছেলের উপর এমনই ব্যবহার করেন । সবটাই হয় মজার ছলে ।

বিয়ের পর বাসন ভাঙা

বিয়ের পর বাসন ভাঙার রীতি রয়েছে । কোথায় জানেন ? জার্মানিতে । সেখানে নবদম্পতিকে পোর্সেলিনের বাসনপত্র উপহার দেওয়া হয় । আসলে পোর্সেলিন ভাঙলে বিরাট আওয়াজ হয় । বিয়ের পর ওই বাসনপত্র ভেঙে ফেলার রীতি রয়েছে । জার্মানদের ধারণা, বাসন ভাঙার সঙ্গে অশুভ আত্মার বিনাশ হওয়ার যোগ রয়েছে । 

মারকিউসাস-এ অদ্ভুত নিয়ম

বিয়ের পর বর-কনে-কে আশীর্বাদ করা হয় । কিন্তু,মারকিউসাস আইল্যান্ডে রয়েছে অদ্ভুত এক নিয়ম । জানেন কি ? বিয়ের পর ছেলে-মেয়ের বাড়ির লোকজন মেঝেতে শুয়ে পড়েন । তাঁদের উপর দিয়ে হেঁটে যান নবদম্পতি ।

তিমির দাঁত উপহার

বিয়ে মানেই উপহার দেওয়া-নেওয়া । ফিজি-তে কেমন  উপহার দেওয়ার রীতি রয়েছে জানেন ? জানা গিয়েছে, সেখানে বরের মা-বাবা মেয়ের বাবা-মাকে তিমি মাছের দাঁত উপহার দেওয়া হয় । বিয়ে পাকা হওয়ার আগেই রীতি পালন করা হয় । 

চুম্বন রীতি

বিয়ের পরে বর ও কনেকে চুমু খাওয়ার রীতি রয়েছে । বিয়েতে নিমন্ত্রিতরা চুম্বন করেন নবদম্পতিকে । তবে আলাদা আলাদা । বর যদি একা থাকেন, তাহলে নিমন্ত্রিত অতিথিরা তাঁকে জড়িয়ে চুম্বন করেন । আবার উল্টোটাও হয় । কনে একা থাকলে, তাঁকে চুম্বন করেন অতিথিরা । এমন রীতি চালু রয়েছে সুইডেনে ।

ব্যান্ড বাজা নয়, 'বাসন বাজা' বারাত

বিয়ের সময় ব্যান্ড পার্টির আয়োজন করেন অনেকে । কোথাও আবার সানাই বাজে । কিন্তু, ফ্লান্সে আবার অদ্ভুত নিয়ম । সেখানে বিয়ের পর নবদম্পতির আত্মীয়রা বাসনপত্র বাজাতে শুরু করেন । তাঁদের থামাতে এলাহি খাবারের আয়োজন করতে হয় ।

মুরগির লিভার বিয়ের দিন চূড়ান্ত ?

মঙ্গোলিয়ায় অদ্ভুত নিয়ম । বিয়ের দিন ক্ষণ চূড়ান্ত হওয়া নির্ভর করে মুরগির ছানা ও তার লিভারের উপর । মুরগি ছানার লিভার ভাল পেলেই তবে বিয়ের দিন চূড়ান্ত হবে। ভাল লিভার না পেলে ছুরি দিয়ে একের পর এক মুরগি কাটতে হবে হবু দম্পতিকে । 

এতো গেল বিদেশের কথা, ভারতেও কিন্তু অদ্ভুত সব নিয়ম-কানুন রয়েছে । 

বিয়ের আগে সন্তানধারণ

বিয়ের আগে মা হওয়া...বর্তমান সমাজের কাছে যেন গর্হিত অপরাধ । তবে, জানেন কি, ভারতেই এমন কিছু জায়গা রয়েছে, যেখানে বিয়ের আগে মা হওয়া একটা প্রথা বা রীতি । অবাক হচ্ছেন ? কোথায় গেলে পাবেন এমন শহর ? জানা গিয়েছে, রাজস্থানের এক সম্প্রদায়ের মধ্যে এমন অদ্ভুত প্রথা চালু রয়েছে । মরু রাজ্যের উদয়পুরের সিরোহি ও পালি এলাকায় গারাসিয়া উপজাতিদের বাস । বিয়ের আগে সন্তানধারণ তাঁদের কাছে শুভ । জীবনসঙ্গী নির্বাচনেও স্বাধীনতা রয়েছে তাঁদের । জানা গিয়েছে, বিয়ের আগে লিভ-ইন-এ থাকেন হবু বর-কনে । পারস্পরিক  সম্মতিতে সহবাস করেন । সন্তান জন্মের পর একে অপরকে বিয়ে করেন তাঁরা । 

টমেটোর রসে স্বাগত

উত্তরপ্রদেশের আলিগড়ের সরসৌল শহর । সেখানে অদ্ভুত এক প্রথা চালু রয়েছে ।  বরপক্ষকে ফুল দিয়ে নয়, টমেটোর রসে স্বাগত জানানো হয় । 

নাক-কান মোলা

গুজরাতে বিয়ের আগে বরকে স্বাগত জানানোর সময় এক বিশেষ রীতি পালন করা হয় । বরের নাক-কান টেনে স্বাগত জানানো হয় । 

বাঙালি নিয়ম

বাঙালি সমাজে বিয়ের সময় বর ও কনের মায়েরা বিয়েতে উপস্থিত থাকতে পারেন না । মায়েদের উপস্থিতি অমঙ্গল বলে মনে করা হয়। সত্যিই কি এমন নিয়ম গ্রহণযোগ্য ? 

Wedding

Recommended For You

editorji | লাইফস্টাইল

Marriage Age: বিয়ের বয়স পেরিয়ে গেছে? থুত্থুড়ে দুই বর-কনে কিন্তু বিশ্ব রেকর্ড গড়লেন!

editorji | লাইফস্টাইল

Carbon Neutral Baby: বিশ্বের প্রথম 'বিশুদ্ধ' শিশু আদভি! নেপথ্যের হিরো কিন্তু মা-বাবাই, কেন জানেন?

editorji | লাইফস্টাইল

Alipore Zoo: ওয়াজেদ আলি শাহ আসতেন নিয়মিত, আসতেন বিবেকানন্দ...১৫০ বছরে ফিরে দেখা আলিপুর চিড়িয়াখানার ইতিহাস

editorji | বিনোদন

Allu Arjun Beard : ৩ বা ৪ বছর মেয়েকে পাননি আল্লু, কোথাও আবার দিতে হয় কর, কোথাও মৃত্য, যত সমস্যা দাড়ি-তেই

editorji | লাইফস্টাইল

Sourav Ganguly : তেঁতোতেই স্বাস্থ্যসুখ ! জানেন সৌরভের ফিটনেসের মূলমন্ত্র ? সিক্রেট ফাঁস মুখ্যমন্ত্রীর