এই মুহূর্তে কোরিয়ান বিউটি টিপস রয়েছে বেজায় চর্চায়। সেলিব্রিটি থেকে মেক আপ ইনফ্লুয়েন্সাররাও এতেই মজে। কোরিয়ানদের কাঁচের মতো স্বচ্ছ ঝকঝকে ত্বক পেতে চান? ট্রাই করুন জামসু। কী এই কোরিয়ান হ্যাক?
জামসু কী?
জামসু একটি কোরিয়ান শব্দ। যার অর্থ ডুবে যাওয়া৷ এই পদ্ধতিতে মেক আপের পরে পুরো মুখ ঠান্ডা জলে ১০ ১৫ মিনিট ডুবিয়ে রাখতে হয়। তাই এর নাম জামসু পদ্ধতি। এর ফলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে৷ মেক আপ দীর্ঘক্ষণ স্থায়ী হয়। শুধু তাই নয়, জল মেকআপ থেকে অতিরিক্ত ফাউন্ডেশন সরিয়ে দেয়। ফলে প্রাকৃতিক দেখায়৷