উইন্ডোজ অপারেটিং সিস্টেম (Windows) ব্যবহারকারীদের জুন মাসের আপডেটটি শীঘ্রই ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট (Microsoft)। নিরাপত্তার স্বার্থেই সংস্থা এই পরামর্শ দিয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে, শীঘ্রই এই আপডেট ইনস্টল না করলে কম্পিউটার হ্যাকারদের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি ফলিনা (Follina) নামক এক সুরক্ষাজনিত ত্রুটির খোঁজ মিলেছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে। তারপরেই নতুন আপডেট ইনস্টলের কথা ঘোষণা করেছে মাইক্রোসফট।
WB Real Estate:রাজ্যে আবাসন শিল্পে নজরদারিতে কোনও কর্তৃপক্ষ নেই, উদ্বেগ ক্রেতা সংগঠনের
জুন মাসেই সেই আপডেট রিলিজ করা হয়েছে। ইতিমধ্যে এই ত্রুটির ফায়দা তুলে চিনের হ্য়াকাররা তিব্বতের একাধিক কম্পিউটারের উপর হামলা চালিয়েছে বলে সূত্রের খবর। এই ত্রুটি মেরামত করার জন্য মাইক্রোসফট গত মাসে উইন্ডোজ ১০ ও ১১ অপারেটিং ভার্সনের জন্য যথাক্রমে KB5014699 এবং KB5014697 আপডেট রিলিজ করেছে।