এইসময় অল্প যত্নেই গাছ ভরা ফুল হয়। নভেম্বরের শেষেই যদি বসিয়ে রাখেন চারা। তাহলে সারা শীত গাছ ভরে ফুল হবে। কী কী ফুল গাছ লাগাতে পারেন এই শীতে?
গাঁদা : শীতকালে গাঁদা গাছ খুব অল্প যত্নেই বাড়ে, এবং গাছ ভরে ফুল দেয়। রক্ত গাঁদা, হলুদ গাঁদা রকমারি গাঁদা গাছ বসিয়ে ফেলুন টবে।
ডালিয়া : শীতের আরও একটি উল্লেখযোগ্য ফুল হল ডালিয়া। এই ফুল বিভিন্ন রঙের হয়, আর এই ফুল সাইজেও বেশ বড় হয়। একটা ফুল অনেকদিন থাকে।
পিটুনিয়া : শীতকালের অতিপরিচিত একটি ফুল হল পিটুনিয়া। রঙবেরঙের এই ফুল লাল, সাদা, গোলাপি ,বেগুনি নানা রঙের হয়।
কসমস : একে মেক্সিকান এস্টার বলা হয়। এটিও নানা রঙের হয়।
জিনিয়া: বোতামের মতো দেখতে এই গন্ধহীন ফুলও শীতকালে গাছ উপচে হয়।