মালদায় ২ মহিলাকে বিবস্ত্র করে মারধর করার ঘটনায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে টুইট করলেন বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য। টুইটে তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে আতঙ্ক অব্যাহত। ২ মহিলাকে নিগ্রহের ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল বলে অভিযোগ তাঁর। পাশাপাশি টুইটে সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
কী ঘটেছিল ?
জানা গিয়েছে, চুরি করার অভিযোগে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর ও জুতোপেটা করার অভিযোগ উঠেছে উন্মত্ত জনতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার বামোনগোলা থানার পাকুয়াহাট এলাকায়। ইতিমধ্যে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি।
অমিত মালব্যর পাশাপাশি, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও এই ঘটনার প্রতিবাদে একটি টুইট করেন। সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী এনিয়ে কোনও প্রতিক্রিয়া না দেওয়ায় তীব্র কটাক্ষও করেছেন তাঁরা।
Read More: রাস্তায় হাঁটছেন নগ্ন দুই মহিলা, চলছে অত্যাচার, মণিপুরে ভয়ঙ্কর ছবি !
অন্যদিকে কয়েকদিন আগে মণিপুরের ২ মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগে তোলাপাড় সারা দেশ। এই ঘটনার প্রতিবাদে প্রধানমন্ত্রীকেও একহাত নিতে ছাড়েননি এরাজ্যের মুখ্যমন্ত্রী।