আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা আনিস খান (Anish Khan) হত্যা মামলায় পুলিশকে আক্রমণ করলেন লোকসভার কংগ্রেস দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।
হাওড়ার আমতা থেকে ধর্মতলার গান্ধী মূর্তি পর্যন্ত পদযাত্রা করছে কংগ্রেস (Congress)। অধীরের নেতৃত্বে এই পদযাত্রায় অংশ নিয়েছেন হাওড়া জেলার কংগ্রেস কর্মীরা। বহরমপুরের সাংসদের অভিযোগ, আনিস খুনে সরাসরি জড়িত পুলিশ। কিন্তু নবান্নের (Nabanna) নির্দেশে পুলিশকে আড়াল করা হচ্ছে।
আরও পড়ুন: Mamata Banerjee : আজ পাহাড় সফরে যাচ্ছেন মমতা, বৈঠক করবেন সব রাজনৈতিক দলের সঙ্গে
পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন অধীর। তাঁর দাবি,রাজ্য সরকার সদর্থক ভূমিকা পালন করলে এতখানি মূল্যবৃদ্ধি হত না।