পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতা খুনের ঘটনায় পুলিশি অভিযান অব্যাহত। এই ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত। তার নাম সুব্রত মণ্ডল। এই নিয়ে ময়নার বিজেপি নেতার খুনের ঘটনায় চার জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় যে ৩২ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল, তাতে সুব্রত নাম ছিল না। এই ঘটনায় বাকি তিনজনকে জেরা করে সুব্রতকে গ্রেফতার করা হয়েছে।
সম্প্রতি ময়নার বাকচা অঞ্চলে অপহরণ করে বিজেপি নেতাকে খুনের অভিযোগ করা হয়েছিল। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তাঁর নেতৃত্বেই ময়না থানা ঘেরাও করে রাস্তা অবরোধ করেছিল বিজেপি। এমনকী গত বুধবার ওই অঞ্চলে ১২ ঘণ্টার বনধও ডাকা হয়েছিল।
এই ঘটনার তদন্তে নেমে ৩২ জনের বিরুদ্ধে এফআইআর করে পুলিশ। সেই ঘটনায় গত কয়েকদিন আগেই গ্রেফতার করা হয়েছিল তিনজনকে। ধৃতরা সবাই তৃণমূলের কর্মী বলে দাবি। শনিবার এই ঘটনায় গ্রেফতার আর এক তৃণমূল কর্মী সুব্রত মণ্ডল।