বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnuhotri) সিনেমা কাশ্মীর ফাইলস (Kashnir Files) দেখে ফেরার পথে নদীয়ার (Nadia) হরিণঘাটায় রানাঘাটের (Ranaghat) বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের (BJP MP Jagannath Sarkar attacked) গাড়ি লক্ষ্য করে 'বোমাবাজি''র অভিযোগ উঠল। অল্পের জন্য রক্ষা পেলেন সাংসদ। এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা। পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হবে বিষয়টি। এমনই দাবি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (BJP President Sukanta Mazumder)।
কল্যাণীর একটি সিনেমা হলে 'কাশ্মীর ফাইলস' দেখতে গিয়ে যান বিজেপি সাংসদ। সঙ্গে ছিলেন দলের জনা পঞ্চাশ কর্মী। সিনেমা দেখে ফেরার পথে 'হামলা'র মুখে পড়েন সাংসদ। অভিযোগ, ৩৪ নম্বর জাতীয় সড়কের মুখে হরিণঘাটার শিমূলতলা এলাকায় সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। তবে, গাড়ির গতি বেশি থাকায় বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়।
আরও পড়ুন: Panihati murder: কাউন্সিলর হত্যার এক সপ্তাহের মধ্যেই ফের খুন পানিহাটিতে, ২ ঘণ্টার মধ্যে ধৃত অভিযুক্ত
এই ঘটনার প্রতিবাদে রাতে রানাঘাটে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'সাংসদ সুরক্ষিত না হলে সাধারণ মানুষ নাগরিকরা কীভাবে সুরক্ষিত থাকবেন? পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি জানাব'। স্রেফ সাংসদ নন, একুশের বিধানসভা ভোটে নদিয়ার শান্তিপুর থেকে জিতেছিলেন জগন্নাথ সরকার। পরে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি।
দিন পনেরো আগে তাঁকে না জানিয়েই নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্র। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।