আর কয়েকদিন পরেই পড়শি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। কিন্তু বিজেপির শীর্ষ নেতাদের মন পড়ে সেই বাংলাতেই। যার প্রমাণ, আজ, রবিবার জোড়া জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শনিবার কলকাতায় এসেছেন তিনি। এদিন পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে জনসভা করবেন তিনি। রাজনৈতিক মহলের দাবি, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে রাজ্যে নিজেদের হোমওয়ার্ক আরও ভালভাবে করতে চায় গেরুয়া শিবির। সেই লক্ষ্যেই এদিন পূর্বস্থলী এবং কাঁথিতে জনসভা করবেন বিজেপি সভাপতি। সূত্রের খবর, এই বৈঠকের আগে রাজ্যের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন নাড্ডা। তুলতে পারেন সুমন কাঞ্জিলালের বিজেপি ছাড়ার প্রসঙ্গও।
রাজ্য বিজেপি সূত্রে খবর, লোকসভা ভোটের আগে পর্যন্ত প্রায় প্রতিমাসেই রাজ্যসফরে আসবেন জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত, ২০১৯ লোকসভা ভোটে যে জায়গায় বিজেপি খারাপ ফল করেছিল, সেই জায়গায়গুলি ভরাট করবেন তাঁরা। যার প্রাথমিক ধাপ হিসাবে রবিবার শুরু হচ্ছে পূর্বস্থলী এবং কাঁথি থেকে। সামনেই পঞ্চায়েত ভোট। তার প্রস্তুতি এর পাশাপাশি চলবে বলেও বিজেপির ওই সূত্রে দাবি করা হয়েছে।
দিন কয়েক আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন আলিপুর দুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। এই ঘটনাকে বেশ বড় ধাক্কা বলেই দাবি করেছেন বিজেপির শীর্ষ নেতারা। এই দলবদল কী ভাবে রোখা যাবে, সেই দাওয়াই রাজ্য নেতাদের দেওয়া হতে পারে।