বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধে রক্ত ঝরল কোচবিহারে। বিজেপির দাবি, পুলিশের সঙ্গে মিলে হামলা চালিয়েছে তৃণমূল। বনধ সমর্থনকারীদের ওপর হামলা চলে ঘুঘুমারিতে। তাঁদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালিয়েছে তৃণমূল, অভিযোগ বিজেপির। কোচবিহারের বিভিন্ন জায়গায় বনধের বিরোধিতায় তৃণমূলের তরফেও মিছিল বের হয়। দলীয় পতাকা হাতে রাস্তায় রীতিমতো দাপিয়ে বেড়ান শাসক দলের কর্মীরা। কোচবিহারের পাশাপাশি দিনহাটা-জলপাইগুড়ি-শিলিগুড়িতেও রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা। তুফানগঞ্জে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস আটক করে বিক্ষোভ দেখায় বিজেপি।
সকাল থেকেই কোচবিহার শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল করে ত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস টার্মিনাসে এসে পৌঁছায় বিজেপি কর্মী-সমর্থকরা। এরপর বাস আটকাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় তাঁদের। তবে ১২ ঘন্টার এই বনধে সকাল থেকেই দোকানপাট বন্ধ রয়েছে। খুব প্রয়োজন ছাড়া রাস্তাতেও মানুষকে বের হতে দেখা যায়নি। উল্লেখ্য, কালিয়াগঞ্জে বিচ্ছিন্ন ঘটনায় জোড়া মৃত্যুর প্রতিবাদে শুক্রবার ১২ ঘন্টার বনধ ডেকেছে বিজেপি। বৃহস্পতিবার রায়গঞ্জে একথা জানান বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী।