প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি (Primary Teacher Recruitment case) মামলা গেল এবার সিবিআই (CBI)-এর হাতে । বুধবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি হয় । তাঁর নির্দেশ, আগামী ১৫ জুন মুখবন্ধ খামে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ।
সম্প্রতি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাসের একটি ভিডিয়ো বার্তা হইচই ফেলে দেয় । সেখানে প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে । ওই ভিডিয়ো বার্তায় রঞ্জন নামে এক ব্যক্তির বিরুদ্ধে টাকা নিয়ে প্রাথমিকে চাকরি দেওয়ার অভিযোগ করেছিলেন তিনি । তার পরেই হাই কোর্টে প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা দায়ের হয় । বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ওই অভিযুক্ত রঞ্জন অর্থাৎ চন্দন মণ্ডলকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই । একইসঙ্গে প্রাক্তন মন্ত্রী উপেন্দ্রনাথকেও সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে । প্রসঙ্গত,উপেন এক সময় সিবিআইয়ের অতিরিক্ত ডিরেক্টর ছিলেন ।
আরও পড়ুন, FIR against Dilip Ghosh : দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর, মমতা-অভিষেককে হেয় করার অভিযোগ
সম্প্রতি, কলকাতা হাই কোর্টে একটি মামলা করেন সৌমেন নন্দী । তাঁর অভিযোগ, ২০১৪ সালের প্রাথমিকে ফেল করেও অনেকে চাকরি পেয়েছেন । মঙ্গলবার শুনানি চলাকালীন আবেদনকারী পক্ষের আইনজীবী ফিরদৌস শামিম অভিযোগ তোলেন, ২০১৪-র প্রাথমিকে ৮৬ জন ফেল করা পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন । এই বক্তব্য শোনার পরই বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট । এসএসসি মামলার পর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও তদন্ত করবে সিবিআই ।