রাজ্যে বাড়ছে অ্যাডিনো ভাইরাসের (Adenovirus) দাপট। শিশু হাসপাতালগুলির আইসিইউ ও জেনারেল বেডে পরিস্থিতি উদ্বেগজনক। এই পরিস্থিতিতে স্বাস্থ্য সচিবকে নিয়ে বৈঠকে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে খবর, রাজ্যের হাসপাতাল গুলিতে বেডের অবস্থা খতিয়ে দেখা হবে। জানা যাচ্ছে, শিগগিরই রাজ্যে অ্যাডিনো নিয়ে চালু হতে পারে নয়া নির্দেশিকা।
Basirhat News: চাইনিজ-ইন্ডিয়ান-মুঘলাই, একাধিক রেস্তোরাঁয় নোটিস দিল ফুড সেফটি ডিপার্টমেন্ট
এখনও হাসপাতালগুলিতে সর্দি, কাশি, জ্বর, ফুসফুসে সংক্রমণের মতো উপসর্গ দেখা যাচ্ছে। আপাতত সরকারি হাসপাতালগুলির পেডিয়াট্রিক ওয়ার্ডে যে সমস্ত বাচ্চারে সুস্থ হয়ে যাচ্ছেন, তাঁদেরকে দ্রুত রিলিজ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷