ময়নাগুড়ির দোমোহনিতে বিকানের-গৌহাটি এক্সপ্রেস (Bikaner-Guwahati) দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় । এই নিয়ে তদন্ত চলছে । ঘটনাস্থল খতিয়ে দেখছেন তদন্তকারীরা । এদিন ঘটনাস্থলে আসেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (Commissioner of Railway Safety) লতিফ খান । এরপর ট্রেন দুর্ঘটনায় (Train Accident) আহতদের দেখতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে যান তিনি ।
ট্রেন দুর্ঘটনায় আহতদের অনেকেই ভর্তি রয়েছেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে । শনিবার দুপুরে সেখানেই একটি দল নিয়ে আসেন লতিফ খান । আহতদের খোঁজ খবর নেন । সেইসঙ্গে তদন্তের খাতিরে তাদের বয়ান নথিভুক্ত করতে নির্দেশ দেন ।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ট্রেন দুর্ঘটনায় আহত ব্যক্তিদের খোঁজখবর নিলাম । তাছাড়া, দুর্ঘটনার ঠিক আগে কেমন পরিস্থিতি ছিল, কতটা জোরে ট্রেন চলছিল সেই বিষয়ে খোঁজ নিলাম ।" দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে কোনও শব্দ বা ঝাঁকুনি অনুভব করেছিলেন কি না, সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করেছেন তিনি ।
আরও পড়ুন, Maynaguri Train Accident: বিকানের এক্সপ্রেসের চালকের বিরুদ্ধে FIR, অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের
বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ময়নাগুড়ির দোমোহানিতে দুর্ঘটনার কবলে পড়ে বিকানের-গৌহাটি এক্সপ্রেস । ১২টি কামরা লাইনচ্যুত হয়ে যায় । এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন প্রায় ৪০-৫০ জন । এই ঘটনায় ইতিমধ্যেই বিকানের-গৌহাটি এক্সপ্রেসের চালক এবং কো-পাইলটের বিরুদ্ধে জিআরপিতে অভিযোগ দায়ের করা হয়েছে ।