কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে কালীঘাটের কাকু ওরফে সুজরকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু এর পরেও নিয়মিত একাধিক পরামর্শ আসছে ED-র ইমেলে। যা নিয়ে জেরবার তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
ই-মেল করে অনেকেই জানিয়েছেন, কালীঘাটের কাকু সাধারণভাবে কথা বলার সময় নমুনা সংগ্রহ করা যেত। শুধু তাই নয় টেলিভিশনের সাক্ষাৎকার থেকেও নমুনা সংগ্রহের পরামর্শ দিয়েছেন অনেকেই। যদিও ED-র বক্তব্য নির্দিষ্ট নিয়ম মেনেই কণ্ঠস্বর সংগ্রহ করা বাধ্যতামূলক।
আনন্দবাজার অনলাইনে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। যেখানে বিভিন্ন পরামর্শ সহ একাধিক মেল আসছে ED-র দফতরে। যা নিয়ে গুরুত্বপূর্ণ অনেক কাজের মেইল খুঁজে পেতে সমস্যা হচ্ছে। এমনকি, ED অফিসারদের একজন ওই সংবাদমাধ্যমকে জানিয়েছে, সঠিকভাবে কণ্ঠস্বর সংগ্রহ না করলে তা আদালতের কাছে গ্রাহ্য হয় না। এর ফলে মামলার গুরুত্ব হারায়।