বারাকপুরে ফের বিদ্রোহী অর্জুন। তাঁকে বাগে আনতে এবার ফোন রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের অন্যতম শীর্ষনেতা ফিরহাদ হাকিমের। তাঁদের মধ্যে ঠিক কী কথা হয়েছে, তা সামনে না এলেও, ওয়াকিবহাল মহলের দাবি, ফিরহাদের বার্তা পাওয়ার পরে নাকি খানিক দোটানায় পড়েছেন অর্জুন।
রবিবারের পর সোমবার। সকাল থেকেই তৃণমূল বিরোধী একাধিক গর্জন করেন তিনি। অভিমান করে দাবি করেন, বিজেপি ছেড়ে তৃণমূলে আসাটা তাঁর ভুল ছিল। এমনকী তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ করেন বারাকপুরের প্রাক্তন সাংসদ।
রবিবার ব্রিগেডে হাজির ছিলেন অর্জুন সিং। মঞ্চে তাঁকে দমকলমন্ত্রী সুজিত বসুর পাশে দেখা যায়। কিন্তু ৪২ জনের মধ্যে তাঁর নাম না থাকায় অনেক আগেই ব্রিগেড ছেড়ে চলে আসেন। এরইমধ্যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, ফের বিজেপিতে ফিরছেন অর্জুন সিং।