দুর্নীতি বন্ধ করতে এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন কোনও অফিসার দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তিনি ছেড়ে কথা বলবেন না। তাঁর অভিযোগ, জমি কেনাবেচার সঙ্গে জড়িয়ে পড়ছেন কয়েকজন সরকারি আধিকারিক। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন একাধিক দফতরের মন্ত্রী ও আমলারা। সেখানেই অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, "একটা রাজনৈতিক লোক চুরি করলে পাঁচ বার টিভিতে দেখানো হয়। কোনও অফিসার দুর্নীতিতে জড়িত থাকলে আমি ছেড়ে কথা বলব না।" একইসঙ্গে তিনি বলেন, "দু একজন BLRO দুষ্টু লোকের সঙ্গে মিলে জমি কেনাবেচার সঙ্গে জড়িয়ে পড়েছেন।"