ডেপুটি কালেক্টর পরিচয় দিয়ে পুলিশকে লক্ষ করে গুলি। ঘটনাস্থল শিলিগুড়ির(Siliguri SHootout) প্রধানগর এলাকা। অভিযুক্ত রাজ পাণ্ডে এলাকার পরিচিত জমি মাফিয়া বলেই অভিযোগ। সোমবার জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে গিয়ে আক্রান্ত হন প্রধাননগর থানার আইসি অনির্বাণ রায়। তাঁকে লক্ষ করে গুলি চললেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। তবে গুলিবিদ্ধ হন পুলিশকর্মী রবীন্দ্রনাথ সরকার। ওই পুলিশকর্মীকে ভর্তি করা হয়েছে এক বেসরকারি হাসপাতালে(Constable Hospitalised)।
পুলিশ সূত্রে খবর, স্থানীয় জমি মাফিয়া রাজ পাণ্ডে নিজেকে বিহারের ডেপুটি কালেক্টর বললে পরিচয় দেয়। এমনকি, নিজের নীল বাতি লাগানো গাড়িটিও দেখায় পুলিশকে(Siliguri Shootout Case)। এরপরও তাঁকে গ্রেফতার করতে গেলে হঠাৎই পুলিশকে লক্ষ করে দু-রাউণ্ড গুলি ছোড়ে সে। প্রথম গুলিতেই আহত হন ওই পুলিশকর্মী। এরপর আইসির দিকে বন্দুক তাক করলে ধস্তাধস্তি শুরু হয়। গুলি লক্ষভ্রষ্ট হয়ে অভিযুক্তের পায়ে লাগে বলেই খবর(Siliguri Crime News)।
আরও পড়ুন- Hanskhali Rape Case Update: দীর্ঘ ৮ মাস পর মিলল ক্ষতিপূরণ, এখনও আতঙ্কে হাঁসখালি নির্যাতিতার পরিবার
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত রাজ পাণ্ডের(IC injured in firing by miscreants) বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সে আইন ভেঙে নীল বাতি লাগানো গাড়ি করে এলাকায় ঘুরে বেড়ায় বলেও অভিযোগ। দীর্ঘদিন ধরেই জমি মাফিয়াদের(Land Mafia) বিরুদ্ধে আসা অভিযোগের ভিত্তিতে সোমবার এলাকায় যায় পুলিশ। সেখানে তল্লাশির সময় ঘটে এই ঘটনা।