আগেই কলকাতার নগরপাল বিনীত গোয়েল(Vineet Goyal) জানান, কেকে'র মৃত্যুতে কোনও অস্বাভাবিকত্ব নেই। তবে সঙ্গীতশিল্পী কেকে'র মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়(Jagdeep Dhankhar)। এ জন্য কর্তৃপক্ষের অসাবধানতাকেই দায়ী করেন তিনি। ‘রিস্ক ম্যানেজমেন্ট’-এর কোনও ব্যবস্থা ছিল না বলেও রাজ্যপালের অভিযোগ। যদিও বক্তব্যের কড়া জবাব দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) জায়গায় তাঁর বসা উচিত বলেও কটাক্ষ ফিরহাদের।
শনিবার উত্তরবঙ্গ সফর শেষে বাগডোগরা(Bagdogra Airport) হয়ে দিল্লির উদ্দেশ রওনা দিয়েছেন রাজ্যপাল(Governor of West Bengal)। রবিবার উদয়পুর সফরে যাওয়ার কথা তাঁর। কেকে-র মৃত্যু প্রসঙ্গে রাজ্যপালের অভিযোগ, এটা ‘প্রশাসনিক ব্যর্থতা’। তিনি বলেন, ‘‘সঙ্গীতশিল্পী কেকে'র(Singer KK death) মৃত্যু বেদনাদায়ক। আমাকে অনেকে ভিডিয়ো পাঠিয়েছেন। অনুষ্ঠান কর্তৃপক্ষের অসাবধানতা এবং গাফিলতি এর জন্য দায়ী। ভিড় সামলানো বা তা মাথায় রেখে অনুষ্ঠান করা উচিত ছিল।’’ সঙ্কটের সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন ধনখড়(Jagdeep Dhankhar)।
আরও পড়ুন- CBI summoned TMC MLAs: ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই জেরার মুখে অনুব্রত ঘনিষ্ঠ ২ বিধায়ক
ধনখড়ের মন্তব্য নিয়ে ফিরহাদের(Firhad Hakim) পাল্টা তোপ, ‘‘রাজ্যপাল কার লোক? শুভেন্দু অধিকারী সরে গিয়ে সেখানে রাজ্যপালের বসা উচিত। মঞ্চে এমন কোনও ইঙ্গিত মেলেনি যে ওঁর (কেকে) শরীর খারাপ লাগছিল। এর পরেও উনি গ্র্যান্ড হোটেলে গিয়েছেন। সেখানে লিফটে ওঁর শরীর খারাপ লাগছিল। তা হলে কী ভাবে বোঝা যাবে ওঁর শরীর খারাপ? রাজ্যপাল(Jagdeep Dhankhar) আগে থেকে বুঝতে পারলে জানালেন না কেন?’’