ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। বৃহস্পতিবার থেকে ডানকুনি, শিয়ালদা ও বারুইপুর শাখার একাধিক ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে রেল। প্রায় ১০ দিন চলবে এই যাত্রী ভোগান্তি। জানা গিয়েছে ডানকুনি-খড়গপুর শাখায় ওভারব্রিজের কাজের জন্যই ট্রেন বাতিলের সিদ্ধান্ত।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ জুন থেকে ১৯ জুন এবং ২৫ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ৪ ঘন্টার জন্য বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। নিয়ন্ত্রণ করা হয়েছে কিছু এক্সপ্রেস এবং মেল ট্রেন। এমনকি কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে।
আরও পড়ুন - বাড়িতে ডেঙ্গি মশা জন্মালেই বিরাট বিপদ, জরিমানা হতে পারে ১ লাখ টাকা!
কোন কোন ট্রেন বাতিল?
ডানকুনি থেকে ৩২২৪৮, ৩২২৫০ রাতের এই দুটি ডানকুনি-শিয়ালদহ লোকাল, শিয়ালদা থেকে সন্ধ্যে ৭টা ও রাত- ৯টার ৩২২৪৫, ৩২২৪৭ শিয়ালদা- ডানকুনি লোকাল ও ৩২৪১৩ রাত ৮টার শিয়ালদা- বারুইপাড়া লোকাল বাতিল করা হয়েছে উপরোক্ত ১০ দিনের জন্য। এছাড়া বারুইপাড়া থেকে ছাড়া ৩২৪১৪ লোকালও বাতিল করা হয়েছে।