'যদি দলের নির্দেশ আসে, দশ মিনিট লাগবে না। ওসব ঘটি বাটি মুড়িয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেব।' শনিবার এই ভাষাতেই নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ মদন মিত্রের। শনিবার সন্ধেয় হাওড়ার বালির এক অনুষ্ঠান মঞ্চ থেকেই শুভেন্দুকে নিশানা করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। অনুষ্ঠান মঞ্চে ছিলেন হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বালির তৃণমূল বিধায়ক সহ অন্যান্যরা। যদিও মদনের এই বক্তব্যের পরেই সমালোচনার ঝড় উঠেছে বাংলার রাজনৈতিক মহলে।
অন্যদিকে, ওই একই মঞ্চ থেকে মদন মিত্রের হয়ে ব্যাট ধরলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রসূনের দাবি, মদন ছাড়া আর কাউকে তিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসাবে মানেন না। উল্লেখ্য, বর্তমানে রাজ্যের ক্রীড়ামন্ত্রী টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস। ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রীসভায় ঠাঁই পেয়েছেন হাওড়ার শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা ক্রিকেটার মনোজ তিওয়ারি।
শনিবার বালির পাঠকপাড়ায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে প্রসূন বলেন, ‘‘যদি পশ্চিমবঙ্গে তৃণমূলের কেউ ক্রীড়ামন্ত্রী হয়ে থাকেন তিনি মদন মিত্র। আর কাউকে আমি ক্রীড়ামন্ত্রী মানি না। আমি ভীষণ গর্বিত হই এই ভদ্রলোককে দেখলে। আমি ভালবাসি। উনি আমাদের প্রিয় মানুষ।’’