ঘরের মধ্যে অর্ধনগ্ন অবস্থায় মহিলার দেহ (Malda Murder)। ধড় আর মুন্ডু আলাদা। এই রোমহর্ষক ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর থানার মঙ্গলাপুরে। খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার (Husband Arrest) করেছে পুলিশ। কিন্তু কেন এই নৃশংসভাবে স্ত্রীকে খুন করল সে! তা নিয়ে যদিও মুখ খোলেনি ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, ধৃত স্বামীর নাম বাচ্চু টুডু। শুক্রবার সকালে তার বাড়ি থেকে চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দারা তাদের বাড়িতে গিয়ে দেখেন, উঠোনে পড়ে আছে তার স্ত্রী সাবিত্রীর মুণ্ডহীন দেহ। বাচ্চুকে আটকে রাখা হয়। এরপর স্থানীয়রাই পুলিশে খবর দেয়।
আরও পড়ুন: দেগঙ্গায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি নির্যাতিতা
পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে এই নৃশংস ঘটনা ঘটল, তা বুঝে উঠতে পারছেন না প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দাদের অনুমান, পারিবারিক বিবাদের জেরেই স্ত্রীকে খুন করেছে বাচ্চু।