অনুব্রত মণ্ডলকে কি ছেঁটে ফেলতে চাইছে তৃণমূল? শুক্রবার বীরভূম জেলার শীর্ষ নেতাদের নিয়ে কালীঘাটে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, পঞ্চায়েতের আগে বীরভূমে ঘর গুছিয়ে নিতে চাইছে দল। অনুব্রত মণ্ডল দীর্ঘদিন ধরে জেলবন্দি থাকলেও তাঁকে পদ থেকে সরাননি তৃণমূল নেত্রী। কিন্তু তাঁর বদলে বীরভূম জেলার কোর কমিটিতে জায়গা দেওয়া হয়েছে কাজল শেখ ও শতাব্দী রায়কে। এমনকি, জেলার দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছেন তৃণমূল নেত্রী।
রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, অনুব্রতকাণ্ডে লাগাতার ব্যাকফুটে শাসকের। ফলে আপাতত হয়তো তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। শুক্রবারের বৈঠকে হাজির থাকবেন অনুব্রত ঘনিষ্ঠ এবং অনুব্রত বিরোধীদের একাংশ। থাকতে পারেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়রা।
আরও পড়ুন-
অন্যদিকে, শুক্রবার কালীঘাটে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করতে পারেন জেডিএস নেতা এইচ ডি কুমারাস্বামী। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপি বিরোধী জোট নিয়ে কথা বলতে পারেন মমতা।