পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হলেন লা গণেশন (La Ganeshan)। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath kovind) পক্ষ থেকে এ-কথা জানানো হয়েছে।
উপরাষ্ট্রপতি (Vice President) পদে এনডিএ-র প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার পর পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকড় (Dhankhar)৷ রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত বাংলার রাজ্যপাল পদের দায়িত্ব দেওয়া হল মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে। রবিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন ধনখড়। তার পরেই অস্থায়ী রাজ্যপাল হিসাবে গণেশনের নাম ঘোষণা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
India Vs England : রোনাল্ডোর মাঠে হিরো ঋষভ, কেরিয়ারের প্রথম একদিনের শতরানে ভারতকে সিরিজ উপহার
উপরাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী হিসাবে ধনখড়ের নাম ঘোষণা করেন বিজেপি সভাপতি জেপি নড্ডা৷ এরপর ধনখড় রাজ্যপাল পদ থেকে সরে দাঁড়ান৷ রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, 'পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। তাঁর সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এখন থেকে নিজের দায়িত্ব ছাড়াও পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের দায়িত্ব পালন করবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন।'