ভূত চতুর্দশীতেই কিছুটা পূর্বাভাস পাওয়া গিয়েছিল, কালীপুজোয় এবারেও জব্দ হবে না শব্দ বাজি। আশঙ্কাই সত্যি হল। কলকাতার বেশ কিছু এলাকায় মাত্রা ছাড়াল শব্দবাজির তাণ্ডব। প্রশাসন কেন কড়া হল না আরও, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।
শব্দবাজি রুখতে প্রশাসন বারবার আশ্বাস দিলেও, লুকিয়ে-চুরিয়ে শব্দবাজি বিক্রি হয়েই থাকে, কালী পুজোর আগে পরে বাংলার ছবিটা কম বেশি একইরকম থাকে। এ বার রবিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত শব্দবাজির দাপট কম থাকলেও সন্ধে গড়াতেই বাড়ল উপদ্রব।
লালবাজারের তরফে অবশ্য জানানো হয়েছে অভিযোগ পেলেই তা খতিয়ে দেখে পদক্ষেপ করা হচ্ছে। সাড়ে ৮টা পর্যন্ত সাড়ে ন’কেজি বাজি আটক করা হয়েছে। গ্রেফতারও করা হয়েছে ২২ জনকে।
নিউ মার্কেট, বাগবাজার, টালিগঞ্জ, গড়িয়ার মতো এলাকায় শব্দসীমা অতিক্রম করেই বাজি ফাটানো হয়েছে বলে অভিযোগ অঞ্চলের বাসিন্দাদের একাংশের।