তাঁর কলেজের এক ছাত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন কলেজেরই এক প্রাক্তন ছাত্র। কিন্তু প্রেমের প্রস্তাবে পাত্তাই দিচ্ছেন না ওই তরুণী৷ ফলে কাজকর্ম, পড়াশোনা শিকেয় উঠেছে যুবকের। এহেন 'অসহায়' প্রেমিকের হয়ে ব্যাট ধরলেন খোদ অধ্যক্ষ! কলেজের প্যাডে চিঠি লিখে ছাত্রীকে প্রস্তাব ভেবে দেখার আবেদন জানালেন তিনি।
গুসকরা মহাবিদ্যালয়ের প্যাডে লেখা এই চিঠি ভাইরাল হয়ে গিয়েছে সোস্যাল মিডিয়ায়। প্যাডের উপরের অংশে লেখা, ‘বিশেষ বিজ্ঞপ্তি/ আবেদন।’ তার পর লেখা হয়েছে, 'গুসকরা মহাবিদ্যালয়ে পাঠরত পঞ্চম সিমেস্টারের ছাত্রীকে... ( চিঠিতে ছাত্রীর নাম এবং বাবার নামও উল্লেখ করা হয়েছে) জানানো যাচ্ছে যে, বেশ কিছু দিন ধরে আমাদের মহাবিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছে। এক কথায় বলতে গেলে আপনার প্রেমে পড়েছে। কিন্তু আপনি কোনও সদুত্তর দিচ্ছেন না। যার ফলে তিনি পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না।'
এরপর আরও লেখা হয়েছে, 'আপনার কাছে একান্ত অনুরোধ, আপনি কিছু একটা করুন যাতে আমাদের ছাত্রের ভবিষ্যতে কোনও সমস্যা না হয় এবং ঠিক করে পড়াশোনা করতে পারে।'
সত্যিই কি কলেজের অধ্যক্ষ এমন চিঠি লিখেছেন? কলেজ কর্তৃপক্ষের দাবি, আদপেই নয়। অধ্যক্ষ সুদীপ চট্টোপাধ্যায় পুলিশকে বিষয়টি জানিয়েছেন। তিনি চান পুলিশ তদন্ত করুক। অধ্যক্ষের ধারণা, পুরনো কোনও নোটিস স্ক্যান করে সিল, সই নিয়ে এই চিঠি তৈরি করা হয়েছে।
যে ছাত্রীকে উদ্দেশ্য করে এই চিঠি লেখা হয়েছে, তিনি তো রাগে অগ্নিশর্মা। কোনও কথাই বলতে নারাজ এই বিষয়ে।