সোমবার রাতে হুগলির রিষড়া স্টেশনের কাছে ব্যাপক বোমাবাজির জেরে প্রায় ৩ ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় ট্রেন পরিষেবা। ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয় রাত ১ টার পর।
সোমবার রাতে বোমাবাজিতে হাওড়া থেকে রাত সাড়ে ৯টায় ছাড়া ব্যান্ডেল লোকাল ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। রাত ১০টা নাগাদ ঘোষণা করা হয় বর্ধমান শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়।গন্ডগোলের জেরে হাওড়া থেকে আপ এবং ডাউন, দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বেশ খানিকক্ষণের জন্য।
স্টেশনে অত রাতে ট্রেন দাঁড়িয়ে থাকায় খাবার, জলের অভাবে যাত্রী দুর্ভোগও হয়। হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীদের একাংশ। রাত ১টা নাগাদ ফের ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়।