শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। রোদের দেখা নেই। জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হয়েছে। শনিবার সকালে তাপমাত্রাও নেমেছে উল্লেখযোগ্যভাবে। সকালের ঘুমে গায়ে লেগেছে হালকা চাদরও। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার দিনভর উত্তর ও দক্ষিণ বঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারেও তিলোত্তমার একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে।
Uttarpara News: মালিককে না জানিয়েই ঘরের মধ্যে বিরাট গর্ত খুঁড়েছেন ভাড়াটে, কেন? চাঞ্চল্য উত্তরপাড়ায়
শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় ৮.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার ঝড় বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া৷ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। জানা যাচ্ছে, ৩ রা এপ্রিল থেকে আবহাওয়া বদলাতে শুরু করবে৷