মঙ্গলবার তৃতীয়া। পুজোর আমেজে মেতে উঠেছে বাঙালি। আর সেই আমেজে মেতে উঠেছেন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো। সোমবার শহরের উত্তর থেকে দক্ষিণ মেতেছিল সাম্বা ম্যাজিকে। মঙ্গলবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরের মাঠে খাসতালুকে রোনাল্ডিনহো। মঙ্গলবার দুপুরে মহেশতলার বাটা স্টেডিয়ামে আসেন ব্রাজিলিয়ান তারকা। একই সঙ্গে মাঠে নামেন তাঁরা।
পুজো স্পেশাল ম্যাচের সূচনা ছিল। ডায়মন্ডহারবার এফসি ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচের সূচনা করলেন তিনি। নিজে বেশ কয়েকটি শটও নিতে দেখা যায়। এরপরই বল পায়ে দেখা যায় সাম্বা ম্যাজিক। অনুষ্ঠানের মঞ্চে ভাঙা বাংলায় বললেন, 'কলকাতাকে আমি খুব ভালবাসি।' রোনাল্ডিনহোর হাতে দেবী দুর্গার একটি ফ্রেম তুলে দেওয়া হয়। সঙ্গে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানানো হয়।