অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গলা টিপে খুনের চেষ্টা করেছিলেন, সম্প্রতি এই অভিযোগই এনেছিলেন শিবঠাকুর মণ্ডল (Shibthakur Mondal)। তাঁর অভিযোগের ভিত্তিতেই 'কেষ্ট'কে গ্রেফতার করে দুবরাজপুর পুলিশ। এবার তদন্তের স্বার্থে অভিযোগকারী তথা বালিজুড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিবঠাকুর মণ্ডলের মা' সুভদ্রা মণ্ডল এবং পঞ্চায়েতের উপপ্রধান অর্জুন সাহাকে তোলা হল আদালতে। পুলিশ রেকর্ড করল গোপন জবানবন্দি।
TMC win in Co-Operative Election: ফের শুভেন্দু-গড়ে শাসকের জয়, কোলাঘাট সমবায়ের সবকটি আসনে হার বিজেপির
এর জেরে দিল্লি যাওয়া থেকে আপাতভাবে স্বস্তি মিলেছিল অনুব্রতর, শিবঠাকুর মামলাতেও জামিন পেয়েছেন বীরভূমের এই তৃণমূল নেতা। আপাতত আসানসোল সংশোধনাগারেই রয়েছেন কেষ্ট।
উল্লেখ্য, শিবঠাকুর মণ্ডলকে 'খুনের চেষ্টার' অভিযোগে মঙ্গলবার গ্রেফতার হন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), তাঁর অভিযোগ, ২০২১ সালে বিধানসভা ভোটের আগে অন্য দলে যোগ দিতে চেয়েছিলেন শিবঠাকুর তখনই নাকি তাঁকে গলা টিপে মারার চেষ্টা করেন অনুব্রত। মঙ্গলবার তাঁর এই অভিযোগের পরেই নাটকীয় মোড় নেয় রাজ্য রাজনীতি।