পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবার ময়দানে নামছে শাসক দল তৃণমূল(TMC on Panchayet Elecion 2023)। তাঁদের নয়া কর্মসূচিকে নিয়েই মানুষের কাছে যাবেন তৃণমূল নেতা-কর্মীরা। যে কর্মসূচির নাম 'দিদির রক্ষাকবচ'। বাংলায় তৃণমূল সরকার(TMC Govt.) আসার পর থেকেই রাজ্যবাসীর জন্য একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)।
২০২১ বিধানসভা নির্বাচনের আগে ‘দিদিকে বলো’(Didike Bolo), ‘বাংলার গর্ব মমতা’(Banglar Gorbo Mamata) নামে দুটি কর্মসূচি ঘোষণার করে রাজ্যের শাসক দল তৃণমূল(TMC on Didir Rakshakabach)। মূলত জনসংযোগের হাতিয়ার হিসেবে এই দুটি কর্মসূচিকেই বেছে নেওয়া হয়। সেই পথে হেঁটে এবার পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল তাদের নয়া কর্মসূচি 'দিদির রক্ষাকবচ'(Didir Rakshakabach) আনতে চলেছে।
তৃণমূলের শাসনকালে(TMC on Swasthya Sathi) স্বাস্থ্য় সাথী-সহ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি সম্পর্কে নিবিড় প্রচারের জন্যই এই নয়া কর্মসূচি গ্রহণ করেছে দল। রাজ্যবাসীর(Panchayet Election 2023) জন্য কোন কোন প্রকল্প রয়েছে, তাতে কী কী পরিষেবা মিলতে পারে, এ সম্পর্কে জনগণকে আরও বেশি সচেতন করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলেই খবর।