এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বাগদায় (North 24 pargana)। অভিযোগ, বৃহস্পতিবার রাতে বাগদা সীমান্তের জিতপুর বিওপির পাশে পাট ক্ষেতে এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন বিএসএফ-এর ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের দুই জওয়ান। শুক্রবার বাগদা থানায় গোটা ঘটনার কথা জানিয়ে অভিযোগ জানান নির্যাতিতা।
অভিযোগ পাওয়ার পরেই দুই জওয়ানকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। ঘটনার খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এ ঘটনায় নড়েচড়ে বসেছে বিএসএফের সদর দফতরও। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার পুলিশ সুপারের কাছ থেকে ইতিমধ্যেই এ ঘটনার রিপোর্ট চেয়েছে বিএসএফ-এর সদর দফতর। ধৃতদের নাম এস.পি চেরো ও আলতাব হোসেন। চেরো এএসআই পদে রয়েছেন।
আরও পড়ুন- Calcutta High Court: বৈশাখি মেলার অনুমতি ঘিরে সংঘাত, কাঁথি পুরসভার চেয়ারম্যানকে ১ লক্ষ টাকা জরিমানা
পুলিশ জানিয়েছে, ওই যুবতী বাগদা সীমান্তের কাছে জিতপুর এলাকায় জমিতে চাষের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুই জওয়ান তাঁর ওপর নির্যাতন চালায় (Rape) বলে অভিযোগ।