সন্দেশখালিতে ED আধিকারিকদের উপর হামলার ঘটনায় এবার রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সংবাদ সংস্থা PTI মারফত এই খবর জানা গিয়েছে।
৫ জানুয়ারি উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযোগ, তল্লাশি চালানোর সময় গ্রামবাসীরা ঘিরে ধরেন আধিকারিকদের। এবং মারধর করা হয়। ঘটনায় তিন আধিকারিকের মাথা ফেটে যায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
যদিও কতদিনের মধ্যে ওই রিপোর্ট জমা দিতে হবে সেবিষয়ে জানা যায়নি। ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।