গুরুতর অসুস্থ প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee hospitalised)। তাঁকে গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফুসফুসের তীব্র সংক্রমণ নিয়ে এসএসকেএমের (SSKM hospital) উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছেন এই কিংবদন্তি শিল্পী।
দু’দিন আগেই তাঁর ‘পদ্মশ্রী’ সম্মান প্রত্যাখ্যান নিয়ে রাজ্যের সব মহলেই শুরু হয়েছিল তুমুল চর্চা। জানা গিয়েছে, ‘গীতশ্রী’ নিজে তা নিয়ে নিজে মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলেন।
আরও পড়ুন : ‘অভিমানে’ পদ্মশ্রী সম্মান প্রত্যাখান করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়
সূত্রের খবর অনুযায়ী, বুধবার সন্ধে থেকে তাঁর (Sandhya Mukherjee hospitalised) শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিরানব্বই বছর বয়সী এই শিল্পীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর আসার পর থেকে উদ্বেগে বাংলার সংস্কৃতিজগত।
বুধবার সন্ধেয় সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিজে ফোন করে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় শিল্পীকে কিছুটা মানসিক ভাবে বিপর্যস্ত বলে হয় মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, এর পর শিল্পীর মেয়েকে ফোন করে তাঁর খবরাখবর নেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যা মুখোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত যে কোনও প্রয়োজনে রাজ্য সরকার সাহায্য করবে বলে আশ্বাস দেন তিনি।