২৬ দিনের মাথায় রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হল । দুপুর আড়াইটের সময় পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হল । এবছর পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৯১৬। পরীক্ষায় বসেছিলেন ৯৭, ৫২৪ জন । সাফল্যের হার ৯৯.০৪ শতাংশ ।
জানা গিয়েছে, সফলদের মধ্যে ৫২ শতাংশ উচ্চ মাধ্যমিক বোর্ডের । এবছর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সফল হয়েছেন ৫১,৩৪৫ পরীক্ষার্থী ।সফল পরীক্ষার্থীদের মধ্যে ৭২ শতাংশই রাজ্যের। ২৮ শতাংশ রাজ্যের বাইরের।
বোর্ডের ওয়েবসাইটে বিকেল ৪টের সময় থেকে পরীক্ষার্থীরা তাঁদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন । জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in- সাইটে গিয়ে ডাউনলোড করা যাবে ।